তেল ছাড়া অচল
- সমুদ্র শাঁচি ১১-১০-২০২৪

ঘানি টানা কঠিন
তেলমারা তো সহজ কাজ
যে যার মত তেল মারে তাই
তেলমারাতে নাইকো লাজ।

বেকার বসে তেল মারে ভাই
চাকরি দাতার ভুঁড়িতে
তেল ছাড়া আজ জোটবে নাকো
চাকরি তোমার ঝুৃড়িতে।

নেতার জুতায় ঘি মাখেন
তার অধীনের জনগণ
নেতা মাখেন বাটার অয়েল
নির্বাচনের কিছুক্ষণ।

বন্ধু সমাজ তেল মালিশে
বড্ড পটু দেখছি তা
শপিংমলেও তেলের মালিশ
বউ মাখেন স্বামীর পা।

তেল ছাড়া হয় বিকল সবই
তেল দিলেই হয় সচল,
দেখছি বটে তেলছাড়া-
আজ; দুনিয়াটাই অচল।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।