কোলা ব্যাঙ
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪
ব্যাঙ কোলা ব্যাঙ
ঘ্যাঙ্গর ঘ্যাং ঘ্যাঙ্গর ঘ্যাং
আর ডাকিস না
তুই ডাকলে ভয়ে খোকার
ঘুম আসেনা।
কোলার ছা'টা করিস না তুই
বুক ফুলিয়ে ঢং
খোকা উঠলে ভেঙ্গে দেবে
তোর দুটি ঠ্যাং।
খোকা কিন্তু ভীষণ রাগি
যদি খোকা উঠে জাগি
আর ডাকিস না কোলা তোরা
শোনরে পেতে কান
খোকা এবার উঠলে জেগে
যাবে তোদের প্রান।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।