আহা আমার কৈশোর
- হাসান জামান ১১-১০-২০২৪
কবিতার পাঠশালা ছেড়ে
শব্দের আল্পনা আঁকি
অচেনা স্বপ্নকে রৌদ্রে রাখি!
তোমার কৈশোর মেখে গায়ে
উঠি বেড়ে!
কিশোরীর লাবণ্য মুছে
তুমি পূর্ণিমা চাঁদ হয়ে উঠো
শীতের সিঁড়ি ভেঙে বসন্ত এলে
লজ্জায় লাল হয়ে ফোটো!
রঙিন বৃক্ষেরা ডানা মেলে
হাহাকার ভরা বুকে
শ্রাবণের মেঘ নাচে দুখে
তাঁতীর মেয়ে নকশী কাঁথায়
স্বপ্নের বীজ বুনে বুনে
সুখ পাখি উড়ে যায় অপার
আকাশে পালক ফেলে!
আহা আমার কৈশোর
ঘোর মাখা ভোর!
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।