শাঁচি'র ছবি মেঘলাকাশে
- সমুদ্র শাঁচি ১০-১০-২০২৪
রাতের আকাশ দেখতে গিয়ে
বেখেয়ালে পরলো আঁখি মেঘের ভাঁজে
সেই তারাটা- যেই তারাটা নিত্য দেখি
সবার মাঝে; মুখ লুকানো ভীষণ লাজে
মেঘটুখানি- একটুখনি সরে যেতেই
অন্য তারা সেই তারাটার সঙ্গ পেতেই-
দুটি আলো মেঘের মাঝে যুক্ত হলো
খনিক বাদে দেখি; একি মুক্ত আলো
যুগল আঁখি, শাঁচি’র আবছা দেহ
গভীর রাতে প্রত্যহ আকাশে
আমি যাকে দেখি- আর দ্যাখেনা কেহ।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।