কাশফুল
- কবি ইমদাদ শাহ্ ১১-১১-২০২৪

দক্ষিণা বাতাসে দুল খেয়ে যায়
শ্বেত শুভ্র সাদা কাশ
এত এত সাদা কুড়িয়েছে তারা যেন
মেঘেদের সঙ্গে ছিল বাস
দক্ষিণা বাতাসে প্রান খুলে হাসে
হেসে যায় নদীর দুকুল
ওরা সারি সারি যেন অনিন্দ্য নারী
ওরা কাশফুল
হাতছানি দেয় ওদের খোপাকুলকাশফুল
শত শত রমনী ডেকে পরে অবনী
থাকিতে পারি না ঘরে একা
স্বর্গের অপ্সরা যেন নৃত্য করে চারিধারে
স্বপ্নেও মিলে তার দেখা
ওদের দুঃখে হাত বুলাতে
বাতাস আসে ক্ষনে ক্ষনে
ওই খুশিতে কাশফুলেরা যেন
নেচে উঠে আনমনে
গায়ে লাগে দোল কাশফুল
কোমল পরশে জেগে ওঠে প্রান
মনের দুয়ার খোল কাশফুল
বাতাসে যেন ভেসে বেড়ায় ওদের আনিত ঘ্রান
কাশফুল সে ত তুষার শুভ্র তরুণীর
এলিয়ে চলা খোঁপার চুল
অনাদর অবহেলার তীরে জন্মে
মুগ্ধতা ছড়ানো নদীর দুকুল
ওরা কাশফুল
কাশফুল কাশফুল
কোন বনের কন্যে গো তুমি
এত অযেতন আর অবহেলা তবু
ভরিয়ে দিয়েছ প্রকৃতি কুল
অকাতরে বিলিয়েছে সৌন্দর্য
তুমি সুন্দরের বুলবুল
শরতের আগমন জানান দিতে ফুটেছ তুমি
প্রকৃতি মায়ের শ্রেষ্ঠ কুল
কাশফুল
সৌন্দর্য নিয়ে উঁচিয়েছে মাথা সাজিছে
মরা নদীর কুল ঘাসফুল
বাতাসে হিল্লোল কাশফুল
শান্ত নদীর ধারে কাশের ঝাড়ে করছে গলাগলি
এলো চুল গা ঘেঁষিয়ে করছে বলাবলি
হে কাশফুল তুমি এত সুন্দর
তোমার এত শুভ্রতা
আমাকে দাঁড়িয়ে থাকতে দেয় না
তোমাকে ছুতে চায় মন
আমি মদ্যপ অস্থির মাতাল
গ্ৰাস করেছে আমায় মাদকতা
গগন পবন কুন্দলে আমার মন দুল দুলে
মন উড়ে যায় কাশফুলে
উদাস দুপুর দিক ভুলে
এমন দেশে নিরুত্তর
কাশফুলেরা বন বিধূর

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।