কোনো কোনো দিন
- হাসান জামান ১১-১১-২০২৪
কোনো কোনো দিন বান্ধব হীন
ব্যস্ততা ভুলে একা
হেঁটে যাই নদী তীরে
সন্ধ্যা নামে আকাশের খামে
সব পাখি ঘরে ফিরে !
মেঘলা আকাশ ঘাড়ে ফেলে শ্বাস
কে যেনো আমায় ডাকে
দূর প্রবাসে কে ভালোবাসে
কারা যেন শুধু দূরে সরে রাখে।
স্মৃতির পাখি গোপনে রাখি
নীল প্রজাপতি সারা মন জুড়ে
কি করে আড়ালে ঢাকি।
বৃষ্টি মুখর নিশিথ রাতে
মেহেদীর রঙ মাখি দু'হাতে
কোনো কোনো দিন বান্ধব হীন
তুমি কি এখনো জাগো
জানালার পাশে দুখিনী চাঁদের সাথে!
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।