ক্রিকেট
- কবি ইমদাদ শাহ্ ১১-১১-২০২৪

ক্রিকেট
ইমদাদ শাহ্
ও-রে বাংলার দামাল ছেলে খেলার রাজার দল
আজ খেলার রাজ্যে যাবো মোরা খেলার রাজ্যে চল
খেলব খেলা টুটিয়ে হেলা রবে প্রাণের পল্লবে
ছুটিয়ে জরা বাঁধন হারা দূর্গল কোন কল্লবে
হাতে ব্যাট পায়ে প্যাড থাকবে তবু সবার মনে
ছুটবে বলার গতি মোলার ভাঙবে ক্ষণে ক্ষণে
নামবে বীর ছুটবে বল অসীম দূর আকাশে
ছয় বলে জয় ডাকে ভাসবে জাগানিয়া উদ্ভাসে
বিশ্বময়ী দৃশ্যময়ী জয়ী খেলার খেলা ক্রিকেট
উঠবে ধ্বনি ব্যাট বলে রণ টুটবে ভেদাভেদ
আলক্ষে শিখাবে সহিষ্ণু উদ্যম অন্বয়ী শৃঙ্খলা
লজ্জা বয়স বৈরিতা ভূলে একে একে আজ চলা
প্রাণের খেলা গানের খেলা বাঙালীর প্রিয় খেলা
আকাশে বাতাসে ধ্বনিয়া তুলবে খেলার মেলা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।