মেয়ে হলো অভিশাপ
- Bee (বী) ১১-১১-২০২৪
ঘামার্ত শরীর, রক্তাক্ত দেহ চারদিন,
বেল্টের দাগ এখনো টকটকে লাল।
স্বরযন্ত্র প্রতিবাদের ভাষা শেখেনি,
ভাগ্যের দোষ নেয় দুই ইঞ্চির কপাল।
প্রথম রক্তের দিন পুতুলের বিয়ে
ছ'মাস পর বাড়িতে দাওয়াত দিয়ে।
দাঁতে দাঁত মুষ্টি বদ্ধ হাত, প্রতিবাদী নয়
সেদিনও রক্ত, পশুর আক্রমণে
হিজাব খোলে চেনা হিংস্র থাবায়
খুবলে খায় পাহাড় উপত্যকা।
একপেশে যুদ্ধ চলে দিনরাত,
"এই পৃথিবী", সে তো হয়েছে দেখা।
নতুন দেহ যন্ত্রে ছ'টি প্রাণ, দশটি বসন্ত এসেছে
কণ্ঠে আসেনি প্রতিবাদ।
নিম্নমুখী মাথা, গালে অশ্রুর ধারা,
'মেয়ে হওয়া কি প্রকৃতির অভিশাপ?'
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।