নিজস্ব বিষাদ
- আজিজ বিন নুর ১১-১১-২০২৪

ছাতিমের শীর্ণ দেহে শিশু এক মহাকাল গেড়েছে মলাট
সন্ধ্যার গোধূলি মেখে সাঁতরিয়ে আসে হীম চাঁদের ললাট।
ধাবমান হেমন্তের কোলঘেঁষা শিশিরের ফলন্ত দু চোখ
তোমাকে পেয়েছে যেন; গোপন একান্তে একা-- তারামূখী মুখ।

দিগন্ত পরেছে কোন বেলাশেষ অন্ধকার অচেনা দহন
আকাশের খইক্ষেতে কল্পনার পাখি যেন খুজে ফেরে মন
আরো ফিকে নদীতীরে ফিরে আসে হৃদয়ের নিজস্ব বিষাদ
পাততাড়ি অবশেষ--তারামূখী শূন্যতার মুখের নিষাদ।

মুখের ফসিলে তবু জেগে থাকে অপেরার গভীর সুন্দর
প্রেম সেজে বিষণ্নতা হাজার বছর তাতে করে গেছে ঘর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।