মিসকল মিসকল খেলা
- সমুদ্র শাঁচি ১১-১১-২০২৪

জীবন এখন মোবাইল ফোনের
মিসকল মিসকল খেলা,
কোথাও আছে সুখ আলাপন
কোথাও ভিষন জ্বালা।
কারও একাউন্ট হইতেছে শেষ
কারও একদম খালি,
কারও আছে এমন ব্যালেন্স
ঢাকছে দিয়ে চোরাবালি।

আসছে কারও বোনাস টকটাইম
আসছে কারও ম্যাসেজ,
এইমাত্র যার অনেক ব্যালেন্স
এক নিমেশে শেষ।
কারও আছে নেটওয়ার্ক সমস্যা
যায়না কিছু বলা।
রং নাম্বার দিচ্ছে কল
করে অবহেলা।

কেহ আবার কল করার পর
সংযোগ দেয়া সম্ভব না,
কারও আবার কথার ব্যাস্তে
ফুরিয়ে যাচ্ছে বেলা।
জীবন এখন মোবাইল ফোনের
মিসকল মিসকল খেলা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।