প্রাসঙ্গিক~
- হরিশঙ্কর রায় ২৮-০৩-২০২৪

প্রাসঙ্গিক~
-হরিশঙ্কর রায়


হৈমন্তীর মন খারাপের দিন
এক হৃদয় বিষাক্ত কার্বনে
অশ্রু ঝরায়...


এক আকাশ শুভ্রতা নিয়ে
ভার মুখে ডুবে যাচ্ছে সূর্য ।


তোমার বেদনা ভুলিয়ে দেব
ও নীল, দেখ অন্ধকার !
রাতের জোনাকিরা হারিয়েছে দিশা,
খুঁজে চলে জন্ম- জন্মান্তরের ওম ।

২৭ অক্টোবর, ১৪ ॥
কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

kobisabujahmed
১০-০৪-২০১৫ ০৮:৩৩ মিঃ

moughtha jania jai