ঐচ্ছিক ভাবনার গান~
- হরিশঙ্কর রায় ১৯-০৪-২০২৪

ঐচ্ছিক ভাবনার গান~
-হরিশঙ্কর রায়

মনেহয় কতকাল এমন নিশ্চুপ চেয়ে থাকা,
যুগান্তরের বর্ণভেদী উত্তরে হাওয়ায়...
..................এই ভেসে যাওয়া ।

মনোহর যে সবুজ পেছনে রেখে এসেছি_
বহুদিন অনাবৃষ্টিতে ধূসরতায় ঢেকে গেছে ;
তবুও জেগে ওঠে 'প্রেম'
পাতা ঝরার এইসব নিঃশব্দ ধ্বনিতে ।

দিগন্তে চেয়ে চেয়ে খুঁজে যাই-
স্বপ্ন চাষের সিলেবাস ;
কী পেলাম যদি প্রশ্ন আসে ?
বলব, "শব্দ-ভূখ এই জীবনে কোন প্রশান্তি নেই,
শুধু আছে না-পাওয়া এক মৌন-শ্বাস ।"
========

১৮ নভেম্বর, ১৪ ॥
কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।