শীতকালে পিঠার মেলা
- অধ্যাপক আব্দুস সালাম ২৫-০৪-২০২৪

সন্ধ্যা খেকে বসলো জেঁকে হাড়-কাঁপানো শীত,
শীতের কোপে মানুষ কাঁপে রয়না হিতাহিত।
কাঁপছে তবু চলছে পথে,
চড়ছে যেন উল্টো রথে,
এক পা নামে দুই পা থামে নেই যেন সম্বিৎ,
গাছ-গাছালি ছুটছে যেন ট্রেনের বিপরীত।
তুরতুরিয়ে কাঁপিয়ে তোলে,
বাচ্চারা সব পড়ছে ঢলে,
কিসের টানে মেলার পানে টগবগিয়ে ধায়?
পিঠের টানে যন্ত্র-যানে চড়ার সময় নাই।
পুলি পিঠে, ধুপি পিঠে,
গরম গরম বেজায় মিঠে,
লোভের চোটে যাচ্ছে ছুটে পিঠের উছিলায়,
সকাল বেলায় পিঠের মেলায় দৌড়ে চলে যায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

kobisabujahmed
২৭-০১-২০১৫ ১৭:৫৫ মিঃ

darun antu mill darun lekha