তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন (জন্ম: ২৫ আগস্ট ১৯৬২) বাংলাদেশী-সুইডিশ লেখক, চিকিৎসক, নারীবাদী, ধর্মনিরপেক্ষ মানবতাবাদী এবং কর্মী। তিনি নারী নিপীড়ন এবং ধর্মের সমালোচনা নিয়ে লেখার জন্য পরিচিত; তার কিছু বই বাংলাদেশে নিষিদ্ধ । তিনি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উভয় থেকেই বঙ্গীয় অঞ্চল থেকে কালো তালিকাভুক্ত এবং নির্বাসিত হয়েছেন ।

তিনি বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করেন এবং তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় বসবাস করার পর, তিনি ২০০৪ সালে ভারতে চলে আসেন,কিন্তু ২০০৮ সালে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন।

তসলিমা নাসরিন ১৯৬২ খ্রিষ্টাব্দের ২৫শে আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের ময়মনসিংহ শহরে একজন বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। ১৯৭৬ খ্রিষ্টাব্দে তিনি ময়মনসিংহ রেসিডেন্সিয়াল স্কুল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস করেন। ১৯৭৮ খ্রিষ্টাব্দে তিনি আনন্দ মোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৮৪ খ্রিষ্টাব্দে এমবিবিএস পাস করেন। ১৯৮৬ খ্রিষ্টাব্দ থেকে ১৯৮৯ খ্রিষ্টাব্দে তিনি সরকারী গ্রামীণ হাসপাতালে এবং ১৯৯০ খ্রিষ্টাব্দ থেকে ১৯৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকহা) তে অ্যানেসথেসিওলজি বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

তেরো বছর বয়স থেকে তসলিমা কবিতা লেখা শুরু করেন। কলেজে পড়ার সময় ১৯৭৮ থেকে ১৯৮৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি সেঁজুতি নামক একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে বিভিন্ন পত্রপত্রিকায় তসলিমার কবিতা প্রকাশিত হয়। ১৯৮৬ খ্রিষ্টাব্দে শিকড়ে বিপুল ক্ষুধা নামক তার প্রথম কবিতা সংকলন প্রকাশিত হয়। ১৯৮৯ খ্রিষ্টাব্দে নির্বাসিত বাহিরে অন্তরে ও ১৯৯০ খ্রিষ্টাব্দে আমার কিছু যায় আসে না কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয়। এই সময় তসলিমা ঢাকা হতে প্রকাশিত নঈমুল ইসলাম খান দ্বারা সম্পাদিত খবরের কাগজ নামক রাজনৈতিক সাপ্তাহিকীতে নারী অধিকার বিষয়ে লেখা শুরু করেন। নির্বাচিত কলাম নামক তার বিখ্যাত প্রবন্ধসংকলন প্রকাশিত হয়, যার জন্য ১৯৯২ খ্রিষ্টাব্দে তসলিমা আনন্দ পুরস্কার লাভ করেন। ১৯৯৩ খ্রিষ্টাব্দের মধ্যে অতলে অন্তরীণ, বালিকার গোল্লাছুট ও বেহুলা একা ভাসিয়েছিল ভেলা নামক আরো তিনটি কাব্যগ্রন্থ; যাবো না কেন? যাব ও নষ্ট মেয়ের নষ্ট গল্প নামক আরো দুইটি প্রবন্ধসংকলন এবং অপরপক্ষ, শোধ, নিমন্ত্রণ ও ফেরা নামক চারটি উপন্যাস প্রকাশিত হয়। ১৯৯৩ খ্রিষ্টাব্দে লজ্জা নামক তার পঞ্চম উপন্যাস প্রকাশিত হয়।

১৯৮২ খ্রিষ্টাব্দে তসলিমা কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র প্রেমে পড়েন এবং গোপনে বিয়ে করেন। ১৯৮৬ খ্রিষ্টাব্দে তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটে। ১৯৯০ খ্রিষ্টাব্দে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক নাঈমুল ইসলাম খানের সাথে তার বিয়ে এবং ১৯৯১ সালে বিচ্ছেদ হয়। তিনি ১৯৯১ সালে সাপ্তাহিক বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদকে বিয়ে করেন এবং ১৯৯২ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়।

গ্রন্থ তালিকা: কবিতা
শিকড়ে বিপুল ক্ষুধা, ১৯৮১
নির্বাসিত বাহিরে অন্তরে, ১৯৮৯
আমার কিছু যায় আসে না , ১৯৯০
অতলে অন্তরীণ, ১৯৯১
বালিকার গোল্লাছুট, ১৯৯২
বেহুলা একা ভাসিয়েছিল ভেলা, ১৯৯৩
আয় কষ্ট ঝেঁপে, জীবন দেবো মেপে, ১৯৯৪
নির্বাসিত নারীর কবিতা, ১৯৯৬
জলপদ্য, ২০০০
খালি খালি লাগে, ২০০৪
কিছুক্ষণ থাকো, ২০০৫
ভালোবাসো? ছাই বাসো!, ২০০৭
বন্দিনী, ২০০৮

পুরস্কার ও সম্মাননা:
আনন্দ সাহিত্য পুরস্কার, ১৯৯২ এবং ২০০০
নাট্যসভা পুরস্কার, বাংলাদেশ, ১৯৯২
ইউরোপিয়ান পার্লামেন্ট কর্তৃক শাখারভ পুরস্কার, ১৯৯৪
ফ্রান্স সরকার প্রদত্ত মানবাধিকার পুরস্কার, ১৯৯৪
ফ্রান্সের এডিক্ট অব নান্তেস পুরস্কার, ১৯৯৪
সুইডিশ ইন্টারন্যাশনাল পেন কর্তৃক কার্ট টুকোলস্কি পুরস্কার, ১৯৯৪
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস্‌ ওয়াচ কর্তৃক হেলম্যান-হ্যামেট গ্রান্ট সম্মাননা, ১৯৯৪
নরওয়েভিত্তিক হিউম্যান-এটিস্ক ফরবান্ড কর্তৃক মানবতাবাদী পুরস্কার, ১৯৯৪

তথ্য ও ছবিসূত্র: উইকিপিডিয়া


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে তসলিমা নাসরিন এর ৭৫টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
পারো তো ধর্ষণ করো কিছুক্ষণ থাকো ৪৭৯৬৬ বার ১০ টি
নষ্ট মেয়ে কিছুক্ষণ থাকো ৩০৩৯১ বার ১ টি
ফেস অফ কিছুক্ষণ থাকো ৯৫৮৯ বার ০ টি
মন উঠো কিছুক্ষণ থাকো ৯৫৮৩ বার ০ টি
নারী-জন্ম কিছুক্ষণ থাকো ১০১০৭ বার ০ টি
পদ্মাবতী কিছুক্ষণ থাকো ১৩৭৭২ বার ০ টি
যা ইচ্ছে তাই কিছুক্ষণ থাকো ১৩৮৭০ বার ০ টি
ও মেয়ে শোনো কিছুক্ষণ থাকো ২৪৫৫৭ বার ২ টি
তিন চার পাঁচ কিছুক্ষণ থাকো ৭৭২২ বার ০ টি
এগারোই সেপ্টেম্বর কিছুক্ষণ থাকো ৭৪৮১ বার ০ টি
লজ্জা, ২০০২ কিছুক্ষণ থাকো ৬৯৭৭ বার ০ টি
লজ্জা ২০০০ কিছুক্ষণ থাকো ১৭৩০৪ বার ৩ টি
আমেরিকা কিছুক্ষণ থাকো ৭৪০৮ বার ২ টি
শেখো কিছুক্ষণ থাকো ৯২৫৯ বার ১ টি
জীবনের কথা কিছুক্ষণ থাকো ১৯৬৮৭ বার ১ টি
কারো কারো জন্য এমন লাগে কেন! কিছুক্ষণ থাকো ৪১২৪৩ বার ১ টি
হিসেব কিছুক্ষণ থাকো ১৫০৪৬ বার ০ টি
ব্যস্ততা কিছুক্ষণ থাকো ১৩১৭৫ বার ০ টি
পাখিটা কিছুক্ষণ থাকো ৯৫৬৪ বার ০ টি
ব্যক্তিগত ব্যাপার কিছুক্ষণ থাকো ২৭২৪৭ বার ২ টি
সময় কিছুক্ষণ থাকো ৯৪৪২ বার ০ টি
যখন নেই, তখন থাকো কিছুক্ষণ থাকো ১৪১২৩ বার ০ টি
তোমার জন্য কিছুক্ষণ থাকো ৩১৯৩৩ বার ২ টি
কোথাও কেউ কিছুক্ষণ থাকো ৯৫৮২ বার ১ টি
বাঁচা কিছুক্ষণ থাকো ৭৮৩২ বার ০ টি
রাত কিছুক্ষণ থাকো ১৪৯৫৪ বার ০ টি
যদি বাসোই কিছুক্ষণ থাকো ১৮০২১ বার ১ টি
এ প্রেম নয় কিছুক্ষণ থাকো ৩৯২৭৫ বার ২ টি
যেহেতু তুমি, যেহেতু তোমার কিছুক্ষণ থাকো ৯০৭৮ বার ০ টি
নিঃস্ব কিছুক্ষণ থাকো ১০৬৫৭ বার ০ টি
কাঁপন ২১ কিছুক্ষণ থাকো ১২২৮৫ বার ১ টি
কাঁপন ২০ কিছুক্ষণ থাকো ৭৮৯৯ বার ২ টি
কাঁপন ১৯ কিছুক্ষণ থাকো ৮৪২৩ বার ০ টি
কাঁপন ১৮ কিছুক্ষণ থাকো ৯৬০৩ বার ০ টি
কাঁপন ১৭ কিছুক্ষণ থাকো ৮৩১৪ বার ০ টি
কাঁপন ১৬ কিছুক্ষণ থাকো ৭২১৮ বার ০ টি
কাঁপন ১৫ কিছুক্ষণ থাকো ৮৯৮৬ বার ১ টি
কাঁপন ১৪ কিছুক্ষণ থাকো ৭৩১৮ বার ০ টি
অকাজ কিছুক্ষণ থাকো ৭৩২৪ বার ০ টি
এমন ভেঙ্গে চুরে ভালো কেউ বাসেনি আগে কিছুক্ষণ থাকো ৯৮৫৯৯ বার ১৫ টি
শুয়ে শুয়ে কিছুক্ষণ থাকো ২১৯৬৬ বার ২ টি
আরও প্রেম দিও কিছুক্ষণ থাকো ৩৫৩৩৮ বার ১ টি
চোখ কিছুক্ষণ থাকো ১৬২৪৪ বার ২ টি
অভিশাপ কিছুক্ষণ থাকো ১৫২৪২ বার ৩ টি
তোমার কী ! কিছুক্ষণ থাকো ১৬৭৪৯ বার ৫ টি
রাতগুলো কিছুক্ষণ থাকো ১৯৫১০ বার ১ টি
দুঃখ কিছুক্ষণ থাকো ১১০১৯ বার ১ টি
শুনছো! কিছুক্ষণ থাকো ২২০৩২ বার ১ টি
ফিরে এসো কিছুক্ষণ থাকো ২৮৭১৬ বার ০ টি
ছিলে কিছুক্ষণ থাকো ৯১৬৮ বার ০ টি
তুই কোথায় শেফালি কিছুক্ষণ থাকো ৮৩১২ বার ১ টি
যেও না কিছুক্ষণ থাকো ১১০৫৭ বার ০ টি
না-থাকা কিছুক্ষণ থাকো ৭৭৬৫ বার ০ টি
ছিল, নেই কিছুক্ষণ থাকো ৪৮৮৯ বার ০ টি
কলকাতা তুই তোর হৃদয় কিছুক্ষণ থাকো ৬৯৩৭ বার ০ টি
শেষ পর্যন্ত কিছুক্ষণ থাকো ৯৬৮৭ বার ০ টি
তুষারের ঝড়ে কিছুক্ষণ থাকো ৮২৫৬ বার ০ টি
কলকাতা কালচার সংকলিত (তসলিমা নাসরিন) ৬৯৪২ বার ০ টি
প্রিয় মুখ কিছুক্ষণ থাকো ১৩০৩০ বার ০ টি
এসেছি অস্ত যেতে কিছুক্ষণ থাকো ৭৫০৫ বার ০ টি
মেয়েটি কিছুক্ষণ থাকো ৯১৩৩ বার ২ টি
মন শিকড়ে বিপুল ক্ষুধা ১৫০৩৬ বার ০ টি
কলকাতার প্রেম কিছুক্ষণ থাকো ৯৩৬৫ বার ১ টি
এবারের কলকাতা কিছুক্ষণ থাকো ৪৮৬৩ বার ০ টি
এখন থেকে আর সত্য বোলো না সংকলিত (তসলিমা নাসরিন) ১০৯৪৬ বার ১ টি
সময় সংকলিত (তসলিমা নাসরিন) ৮৯৫৭ বার ৩ টি
অভিমান সংকলিত (তসলিমা নাসরিন) ২১৮১১ বার ২ টি
চরিত্র সংকলিত (তসলিমা নাসরিন) ১২৫২২ বার ১ টি
বড় ভয়ে গোপনে গোপনে বাঁচি সংকলিত (তসলিমা নাসরিন) ১০১৫২ বার ১ টি
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত সংকলিত (তসলিমা নাসরিন) ৪৯৪৬৭ বার ১৫ টি
দুঃখবতী মা জলপদ্য ৭৭১৩ বার ০ টি
প্রত্যাশা বেহুলা একা ভাসিয়েছিল ভেলা ১১১০৫ বার ০ টি
ব্যস্ততা কিছুক্ষণ থাকো ৯২৬৯ বার ০ টি
তালাকনামা নির্বাসিত নারীর কবিতা ৮৭১৫ বার ০ টি
নারী ৫ শিকড়ে বিপুল ক্ষুধা ১৯৭৩৫ বার ৭ টি