রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (জন্ম: ১৯৫৬ সালের ১৬ অক্টোবর, মৃত্যু: ১৯৯১ সালের ২১ জুন) একজন প্রয়াত বাংলাদেশী কবি ও গীতিকার যিনি " প্রতিবাদী রোমান্টিক" হিসাবে খ্যাত। আশির দশকে কবিকণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি বাংলাদেশী শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেন তিনি তাদের অন্যতম।

তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সে মাঠে আজ বসে নেশার হাট", "বাতাসে লাশের গন্ধ"। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃতি সংসদ"। বিখ্যাত এবং বিতর্কিত বাংলাদেশী নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে তিনি ১৯৮১ সালে বিয়ে করেন এবং ১৯৮৬ সালে তাঁদের বিবাহ-বিচ্ছেদ ঘটে।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম তাঁর পিতার কর্মস্থল বরিশাল জেলায়। তাঁর মূল বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলার মিঠেখালি গ্রামে। তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ভালো আছি ভালো থেকো সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। ঢাকা ওয়েস্ট এন্ড হাইস্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি এবং ১৯৭৫ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ এমএ পাস করেন।

কাব্যগ্রন্থঃ
উপদ্রুত উপকূল (১৯৭৯)
ফিরে পাই স্বর্ণগ্রাম ১৯৮২
মানুষের মানচিত্র (১৯৮৪)
ছোবল (১৯৮৬)
গল্প (১৯৮৭)
দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮)
মৌলিক মুখোশ (১৯৯০)


আজ পর্যন্ত এই ওয়েবসাইটে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ এর ১৯টি কবিতা প্রকাশিত হয়েছে।

কবিতা কাব্যগ্রন্থ পঠিত মন্তব্য
চলে যাওয়া মানে প্রস্থান নয় সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ১৮৫৩৮৫ বার ২৯ টি
আফিম তবুও ভালো, ধর্ম সে তো হেমলক বিষ সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ১২৪৫৯ বার ০ টি
ভালবাসার সময় তো নেই সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ৩৫৬৩১ বার ২ টি
মানুষের মানচিত্র-১ সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ১৭৫১১ বার ১ টি
মনে পড়ে সুদূরের মাস্তুল সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ১১৯৬৮ বার ১ টি
দূরে আছো দূরে সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ৩৩৫৭৩ বার ২ টি
গুচ্ছ কবিতা সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ২৮৭৩৭ বার ০ টি
খতিয়ান সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ১৭৭৪০ বার ০ টি
কনসেন্ট্রেশন ক্যাম্প সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ১১৩৯১ বার ০ টি
কথা ছিলো সুবিনয় সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ১৯৯৩২ বার ০ টি
এক গ্লাস অন্ধকার হাতে সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ২৬৮০৮ বার ১ টি
এ কেমন ভ্রান্তি আমার সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ২৪৩৯৪ বার ১ টি
উল্টো ঘুড়ি সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ২৫০০০ বার ০ টি
ইশতেহার সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ১৮১৯৫ বার ০ টি
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ৩০১৬৩ বার ৪ টি
অবেলায় শঙ্খধ্বনি সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ১৯৩২০ বার ১ টি
তুমি বরং কুকুর পোষো সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ২৭৮০৪ বার ২ টি
অভিমানের খেয়া সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ৩৬০২৮ বার ২ টি
বাতাসে লাশের গন্ধ সংকলিত (রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) ৩৩৬৮৪ বার ৫ টি