সবিনয় নিবেদন
- শঙ্খ ঘোষ---সংকলিত (শঙ্খ ঘোষ)
০৫-০৬-২০২৩

আমি তো আমার শপথ রেখেছি
অক্ষরে অক্ষরে
যারা প্রতিবাদী তাদের জীবন
দিয়েছি নরক করে |
দাপিয়ে বেড়াবে আমাদের দল
অন্যে কবে না কথা
বজ্র কঠিন রাজ্যশাসনে
সেটাই স্বাভাবিকতা |
গুলির জন্য সমস্ত রাত
সমস্ত দিন খোলা
বজ্র কঠিন রাজ্যে এটাই
শান্তি শৃঙ্খলা |
যে মরে মরুক, অথবা জীবন
কেটে যাক শোক করে—
আমি আজ জয়ী, সবার জীবন
দিয়েছি নরক করে |

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

ফয়জুল মহী
১৯-০৪-২০২০ ১৫:৪০ মিঃ

এক রাশ মুগ্ধতা ।

Subrata Bhattacharjee
১৫-০৪-২০২০ ১১:৩৮ মিঃ

খুবই বাস্তব সত্য কথা কবিতায় ফুটে উঠেছে।