প্রশ্ন
- পূর্ণেন্দু পত্রী---তুমি এলে সূর্যোদয় হয়০৫-০৬-২০২৩
ছটাক খানেক বুকে,
একটা গোটা আকাশ
এবং জলের স্থলের গা ভর্তি রং
সব পড়েছে ঝুঁকে।
কাকে কোথায় রাখি?
বুকের মধ্যে হেসে উঠল
শিকল-পরা পাখি।
কবিতার বিষয়ঃ
কবিতাটি ৫৩৬৮ বার পঠিত হয়েছে
কপিরাইট © 2013 - 2024 বাংলার কবিতা । সকল সত্ত্ব সংরক্ষিত
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।