লাবণ্যের লতা
- হেলাল হাফিজ---যে জলে আগুন জ্বলে
০৬-০৬-২০২৩

দুরভিসন্ধির খেলা শেষ হয়ে কোনোদিন
দিন যদি আসে,
এই দেশে ভালোবেসে বলবে মানুষ,
অনন্বিত অসন্তোষ অজারকতার কালে এসে
লাবন্যের লকলকে লতা এক খুব কায়ক্লেশে
একদিন তুলেছিলো বিনয়াবনত মাথা
এতোটুকু ছিলো না দীনতা।

অকুলীন এই দিন শেষ হয়ে কোনোদিন
দিন যদি আসে,
শুভ্রতায় স্নিগ্ধতায় সমুজ্জল মানুষ এদেশে
বলবে সূর্যের দিকে ছিলো সেই লতাটির মুখ
বলবে মাটির সাথে ছিলো তার গাঢ় যোগাযোগ,
কিছু অক্সিজেন সেও দিয়েছিলো
নিয়েছিলো বিষ
বলবে পুষ্পিত কিছু করেছিলো ধূসর কার্নিশ।

ভালোবাসাবাসিহীন এই দিন সব নয়– শেষ নয়
আরো দিন আছে,
ততো বেশি দূরে নয়
বারান্দার মতো ঠিক দরোজার কাছে।

৩০.১০.৮১।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

KumarProsunjit Rudro
২৫-১১-২০১৭ ২০:২৪ মিঃ

Uncommon

আশরাফুন নাহার
১৯-১২-২০১৪ ০৮:৫২ মিঃ

একদিন নিরসতার নিরসন হবে আবার হেসে উঠবে প্রকৃতি,কবিতার মতো আশাবাদী

রফিকুল ইসলাম রফিক
১৯-০৯-২০১৪ ২১:১৯ মিঃ

দারুণ একটি আশাবাদের কবিতা।যারা বিষ শুষে মধু দেয় তাদের বেঁচে থাকার আশা।