দুপুরবেলা বিকেলবেলা
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী---নক্ষত্র জয়ের জন্য
০৫-০৬-২০২৩

।।১।।
কথা ছিল, ঘরে যাব; ‘ঘর হৈল পর্বত প্রমাণ’।
চেয়ে দেখি দিগন্ত অবধি
দুপুরেই এঁকে দিচ্ছ সমস্ত স্বপ্নের অবসান।

বয়সের নদী–
আঁজলায় সামান্য জল তুলে ধরে। বুকের ভিতরে
যতখানি জল, তার চতুর্গুণ নুড়ির ছলনা।
খরায় শুকিয়ে ওঠে ধান।

।।২।।
সারা দুপুর খরায় তোমার ধান পুড়েছে।
বিকেলবেলা
হঠাৎ শুরু উথালপাতাল জলের খেলা।
জল ঘুরে যায়, জল ঘুরে যায় নিখিলবিশ্বচরাচরে–
আমার ঘরে, তোমার ঘরে!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩১-০১-২০১৫ ০০:১৫ মিঃ

দুই বাংলার দুজন কবির কবিতা নিয়ে ‘আলপনা প্রকাশনীর’ ব্যতিক্রমী উদ্যোগ। “পদ্মা গঙ্গার কবিতা” সিরিজ গ্রন্থের ২০১৬ ঢাকা ও কলকাতা বইমেলার জন্য পান্ডুলিপি জমা নেয়া হচ্ছে। দুই বাংলার আগ্রহী কবিদের যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। সেল : ০১৬৭১-৮২০৬১৬, ই-মেইল : alponabd@gmail.com, https://www.facebook.com/alpona.boithok