সুন্দরের গান
- হেলাল হাফিজ---কবিতা একাত্তর
০৬-০৬-২০২৩

হলো না, হলো না।
শৈশব হলো না, কৈশোর হলো না
না দিয়ে যৌবন শুরু, কার যেন
বিনা দোষে শুরুটা হলো না।
হলো না, হলো না।
দিবস হলো না, রজনীও না
সংসার হলো না, সন্ন্যাস হলো না, কার যেন
এসব হলো না, ওসব আরও না।
হলো না, হলো না।
সন্দুর হলো না, অসুন্দরও না
জীবন হলো না, জীবনেরও না, কার যেন
কিছুই হলো না, কিচ্ছু হলো না।
হলো না। না হোক,
আমি কী এমন লোক!
আমার হলো না তাতে কি হয়েছে?
তোমাদের হোক।


দৈনিক যুগান্তর, ঈদ সংখ্যা ২০০৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

শাকিল আহমেদ জয়
২৪-০৭-২০১৯ ১৮:৪১ মিঃ

ঠিক, ঠিক; দারুণ হইছে

অদীক্ষিত অক্ষি
৩০-১১-২০১৭ ০১:৩৪ মিঃ

কবি আমাদের ও হয়নি।