রাখালের বাঁশি
- হেলাল হাফিজ---কবিতা একাত্তর
০৬-০৬-২০২৩

কে আছেন ?
দয়া করে আকাশকে একটু বলেন -
সে সামান্য উপরে উঠুক,
আমি দাঁড়াতে পারছি না ।


ময়মনসিংহ, ১৯৯০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
০৭-০৩-২০১৭ ২০:১৪ মিঃ

এমন মহান কবি লক্ষ আসুক বাংলার বুকে।
সালাম কবিকে ।।লক্ষ সালাম
তুমি বেচে থাকো হাজার বছর,,
বেচে থাকো আমাদের মাঝে