পাওয়া
- সুনীল গঙ্গোপাধ্যায়---সত্যবদ্ধ অভিমান
অন্ধকারে তোমার হাত
ছুঁয়ে
যা পেয়েছি, সেইটুকুই তো পাওয়া
যেন হঠাৎ নদীর প্রান্তে
এসে
এক আঁজলা জল মাথায় ছুঁইয়ে যাওয়া।
কপিরাইট © 2013 - 2021 বাংলার কবিতা । সকল সত্ত্ব সংরক্ষিত
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।