অচল প্রেমের পদ্য - ০৮
- হেলাল হাফিজ---কবিতা একাত্তর
০৫-০৬-২০২৩

তুমি কি জুলেখা, শিরী, সাবিত্রী, নাকি রজকিনী?
চিনি, খুব জানি
তুমি যার তার, যে কেউ তোমার,
তোমাকে দিলাম না – ভালোবাসার অপূর্ব অধিকার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
০৭-০৩-২০১৭ ২০:১৩ মিঃ

এমন মহান কবি লক্ষ আসুক বাংলার বুকে।
সালাম কবিকে ।।লক্ষ সালাম