অচল প্রেমের পদ্য - ০৯
- হেলাল হাফিজ---কবিতা একাত্তর
আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে
মানুষের কাছে এওতো আমার এক ধরনের ঋণ।
এমনই কপাল আমার
অপরিশোধ্য এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে।
কপিরাইট © 2013 - 2021 বাংলার কবিতা । সকল সত্ত্ব সংরক্ষিত
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।