প্রবাস
- সুনীল গঙ্গোপাধ্যায়---মন ভালো নেই
০৬-০৬-২০২৩

যাবে কি এবার বসন্তেই
আসছে শ্রাবনে
এসেছে শ্রাবণ, শোনো মেঘের গর্জন
আর দু’টো মাস
আশ্বিনের শাদা মেঘে ভরুক প্রবাস

আশ্বিনেও লেগেছিল লোভ
শীত মদালসা
ফেরার অনৈক্য ছিল গ্রীষ্মে
কেটেছে বছর
এমনকি শেষ দিনে এলো ঘূর্ণিঝড়!

যাবে কি শতাব্দী সাঙ্গ হলে?
না, না, তার আগে অস্থিরতা রোগে কম্পমান
আর দেরি নেই
প্রাক্তন স্বদেশে ফেরা এই মুহূর্তেই!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।