টেলিফোন
- মুহম্মদ জাফর ইকবাল---ভয় কিংবা ভালোবাসা
০৫-০৬-২০২৩

-হ্যালো, কে বলছ?
-আমি।
-আমি কে?
-আমি রাজিব।
-আজিব?
-আজিব না রাজিব। র আকার রা জ ইকারে জি-
-র আকারে রা, গ ইকারে গি?
-না না। গ ইকারে গি না জ ইকারে জি। জিলাপির জি।
-খিলাপীর খি?
-খিলাপীর খি না, জিলাপীর জি। জ ইকারে জি, ল আকারে লা-
-জ ইকারে জি, ম আকারে মা?
-না না। ম আকারে মা না। ল আকারে লা। লাটাইয়ের লা।–
-ঘাটাইয়ের ঘা?
-ঘাটাইয়ের ঘা না। লাটাইয়ের লা। ল আকারে লা, ট আকারে টা-
-ল আকারে লা চ আকারে চা?
-না না। চ আকারে চা না। ট আকারে টা। টাকুয়ার টা।
-মাকুয়ার মা?
-মাকুয়ার মা না। টাকুয়ার টা। ট আকারে টা ক উকারে কু-
-ট আকারে টা, ল উকারে লু? 
-না না। ল উকারে লু না। ক উকারে কু। কুমিরের কু।
-ভুমিরের ভু?
-ভুমিরের ভু না। কুমিরের কু। ক উকারে কু, মু ইকারে মি-
-ক উকারে কু, প ইকারে পি?
-না না। প ইকারে পি না, ম ইকারে মি। মিছিলের মি।
-পিছিলের পি?
-পিছিলের পি না। মিছিলের মি। ম ইকারে মি, ছ ইকারে ছি-
-ম ইকারে মি, জ ইকারে জি?
-না না। জ ইকারে জি না, ছ ইকারে ছি। ছিয়াশির ছি।
-তিরাশির তি?

(টেলিফোনে কথা বলবে আরো?
কী নিয়ে শুরু করেছিল এখন মনে নাই কারো)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

সৌরভ সৈকত
২৬-০৬-২০১৬ ০৯:৪৯ মিঃ

কিছুই ঢুকেনি মাথায় শুধুই পড়েছি মাত্র