ডিজিটাল বন্ধু
- মুহম্মদ জাফর ইকবাল---ভয় কিংবা ভালোবাসা
০৫-০৬-২০২৩

পিংকিকে জিজ্ঞেস করে সুজন
বল তো মেয়ে বন্ধু তোমার ক’জন?

পিংকি বলে, হ্যাঁ
একজনই তো,পাশের বাসার মেয়ে।

শুনে সুজন হা হা করে হাসে
চোখ দুটো তার বড় হল ঘোর অবিশ্বাসে।
মাত্র একজন,কী আজব ব্যাপার
বন্ধু আমার পাকা সাতাশ হাজার!
ফেসবুকে তাদের সাথেই থাকি
বন্ধু ছাড়া এই জীবনের অর্থ আছে নাকী?
আমি যখন স্ট্যাটাস দিতে চাই,
দেবার আগেই শত শত লাইক পেয়ে যাই।

পিংকি শুনে অবাক হল ভারি
বাসায় তখন ফিরল তাড়াতাড়ি।

বন্ধু মেয়েটির গলা ধরে বলে
তুই কথা দে আমার কিছু হলে,
তুই থাকবি আমার পাশে পাশে
শুনে বন্ধু হি হি করে হাসে।
হেসে হেসে বলে,
হঠাৎ করে যাসনে যেন চলে।
ধরতে পারি ছুঁতে পারি একটা বন্ধু চাই
ডিজিটাল হাজার বন্ধুর কোনো দরকার নাই!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

শাকিল আহমেদ জয়
৩১-০৭-২০১৯ ১৬:১৩ মিঃ

OUTSTANDING SIR

সুদীপ্ত বিশ্বাস
১৩-০১-২০১৮ ০১:৩২ মিঃ

ঠিক তাই।ফেসবুকে আবার বন্ধু? কলমি শাকের ক্যাশ মেমো।

এষা রায়
১৯-১২-২০১৬ ০৩:৫৪ মিঃ

সত্যিই ধরতে পারি ছুঁতে পারি এমন বন্ধু চাই।এত বন্ধু কিন্তু জড়িয়ে ধরে কাঁদার মত কে আছে

২০-০৬-২০১৬ ০০:০০ মিঃ

আমরা সবাই ডিজিটাল হতে চাই