পরানের গহীন ভিতর-১২
- সৈয়দ শামসুল হক---পরানের গহীর ভিতর
মন্তব্যসমূহ
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
২৮-০৯-২০১৯ ১৪:১১কোথায় খুঁজে দেখো?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
=============
যদি তুমি উড়তে চাও৷
তাহলে মনের জানালা খুলে দাও।
আর চোখ বন্ধ করে, নিঃশব্দে নাও বাতাসের ঘ্রাণ।
তাহলে উড়তে না পারলেও।
শান্তি পাবে।
যে শান্তি পায় পাখিরা।
আর পূর্ব গগনে তাকাও।
দৃষ্টি কে প্রসারিত কর।
দেখো পাখিদের ঠোঁটে কি গান।
আর আপনার মনের ভেতর কিসের টান।
তাহলেই আকাশে উড়বে তোমার মন।
সব কিছু শান্ত হবে যখন।
যখন সবাই ঘুমের দেশে চলে গেছে।
একাকী তুমি চাঁদের আলোয় কর স্নান।
তুমি জোছনা বিলাসী হবে।
আর মন হবে পাখিদের গান।
কোথায় খুঁজে দেখো?
কোথায় খুঁজ আপনারে।
পাখির মতো মন, থাকে পরানের ভিতরে।
এই বুকের ভিতরে।
https://banglarkobita.com/user/profile/3717
০৭-০৫-২০১৯ ১৫:৪৮Its Realy Wonderful Writer. HSC Result 2019 will be published within a few days. See the details of my site to find out the Result.
মিনহাজ উদ্দিন
০৫-০৩-২০১৯ ০৯:০৩উনার কিছু কিছু কবিতা বেশ ভালো লাগে কিন্তু কিছু কিছু কবিতায় কেমন যেন বড্ড দূগর্ন্ধ ছড়ায়। এটা ভালো লাগার মতন একটি।
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
২৬-০২-২০১৯ ১৩:০৬ছায়া মানবী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
ছায়া মানবী তুমি।
কেন ভাবনাতে এসেছিলে?
কেন মায়া বাড়িয়ে দিলে?
মায়া বাড়িয়ে লাভ কি বল?
লাভ আছে কি তোমার?
দুংখ দিয়ে মনে।
স্বপ্ন দেখিয়ে কি সুখ নাও তুমি
কি সুখ খোঁজ স্বপ্নে এসে?
ছায়া মানবী
তোমাকে দেখার স্বাদ ছিল কি?
কল্পনাতে তবে কেন ?
বাস্তবতাতে তুমি কোথায়?
তুমি কি শুধুই স্বপ্ন?
নাকি ইথারের মত ছোয়া যায় না।
দৃষ্টির অগোচরে থাকো কি তুমি?
অনুভবে কল্পনাতে মিশে থাকো শুধু
কেন এই মিথ্যা খেলা ।
অবহেলার ছায়ামানবী ।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।