পরানের গহীন ভিতর-১২
- সৈয়দ শামসুল হক---পরানের গহীর ভিতর
০৬-০৬-২০২৩

উঠানের সেই দিকে আন্ধারের ইয়া লম্বা লাশ,
শিমের মাচার নিচে জোছনার সাপের ছলম,
পরীরা সন্ধান করে যুবতীর ফুলের কলম,
তারার ভিতরে এক ধুনকার ধুনায় কাপাশ,
আকাশে দোলায় কার বিবাহের রুপার বাসন,
গাবের বাবরি চুল আলখেল্লা পরা বয়াতির,
গাভির ওলান দিয়া ক্ষীণ ধারে পড়তাছে ক্ষীর,
দুই গাঙ্গ এক হয়া যাইতাছে- কান্দন, হাসন।
একবার আসবা না?- তোমারেও ডাক দিতে আছে
যে তুমি দুঃখের দিকে একা একা যোজন গিয়াছো?
একবার দেখবা না তোমারেও ডাক দিতে আছে
যে তুমি আঘাত নিয়া সারাদিন কি তফাত আছো?
যে নাই সে নাই সই, তাই সই, যা আছে তা আছে,
এমন পুন্নিমা আইজ, কোন দুঃখে দুয়ার দিয়াছো?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 20টি মন্তব্য এসেছে।

শাবলু শাহাবউদ্দিন
০৩-১০-২০১৯ ২২:৪১ মিঃ

100% নিশ্চিত লেখালেখি করে আয় করতে এখানে ক্লিক করুন

মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
২৯-০৯-২০১৯ ০০:১১ মিঃ

কোথায় খুঁজে দেখো?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -

=============

যদি তুমি উড়তে চাও৷
তাহলে মনের জানালা খুলে দাও।
আর চোখ বন্ধ করে, নিঃশব্দে নাও বাতাসের ঘ্রাণ।
তাহলে উড়তে না পারলেও।

শান্তি পাবে।
যে শান্তি পায় পাখিরা।

আর পূর্ব গগনে তাকাও।
দৃষ্টি কে প্রসারিত কর।
দেখো পাখিদের ঠোঁটে কি গান।
আর আপনার মনের ভেতর কিসের টান।

তাহলেই আকাশে উড়বে তোমার মন।
সব কিছু শান্ত হবে যখন।
যখন সবাই ঘুমের দেশে চলে গেছে।
একাকী তুমি চাঁদের আলোয় কর স্নান।

তুমি জোছনা বিলাসী হবে।
আর মন হবে পাখিদের গান।

কোথায় খুঁজে দেখো?
কোথায় খুঁজ আপনারে।
পাখির মতো মন, থাকে পরানের ভিতরে।
এই বুকের ভিতরে।

Chowdhury fahad
২৬-০৮-২০১৯ ১৭:৩৯ মিঃ

অনেক ভালো লিখেছেন।

নাজমুল তালুকদার
০৯-০৬-২০১৯ ১১:২৪ মিঃ

অতুলনীয়

০৮-০৫-২০১৯ ০১:৪৮ মিঃ

Its Realy Wonderful Writer. HSC Result 2019 will be published within a few days. See the details of my site to find out the Result.

মুজতাহিদ বিল্লাহ্
২০-০৩-২০১৯ ১৭:৪৬ মিঃ

যে নাই সে নাই সই, তাই সই,
যা আছে তা আছে।
অল্পেই গল্প। চরম সত্য।

Md Rasel Mia
০৬-০৩-২০১৯ ২৩:০৮ মিঃ

সুন্দর হয়েছে, আপনাকে আমার কবিতা গুলো পড়ার নিমন্ত্রণ ✌✌

মিনহাজ উদ্দিন
০৫-০৩-২০১৯ ২০:০৩ মিঃ

উনার কিছু কিছু কবিতা বেশ ভালো লাগে কিন্তু কিছু কিছু কবিতায় কেমন যেন বড্ড দূগর্ন্ধ ছড়ায়। এটা ভালো লাগার মতন একটি।

মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
২৭-০২-২০১৯ ০০:০৬ মিঃ

ছায়া মানবী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন



ছায়া মানবী তুমি।
কেন ভাবনাতে এসেছিলে?
কেন মায়া বাড়িয়ে দিলে?


মায়া বাড়িয়ে লাভ কি বল?
লাভ আছে কি তোমার?
দুংখ দিয়ে মনে।
স্বপ্ন দেখিয়ে কি সুখ নাও তুমি
কি সুখ খোঁজ স্বপ্নে এসে?



ছায়া মানবী
তোমাকে দেখার স্বাদ ছিল কি?
কল্পনাতে তবে কেন ?
বাস্তবতাতে তুমি কোথায়?



তুমি কি শুধুই স্বপ্ন?
নাকি ইথারের মত ছোয়া যায় না।
দৃষ্টির অগোচরে থাকো কি তুমি?
অনুভবে কল্পনাতে মিশে থাকো শুধু


কেন এই মিথ্যা খেলা ।
অবহেলার ছায়ামানবী ।

মাহমুদুল মান্নান তারিফ
২৬-১২-২০১৮ ০৮:২৮ মিঃ

ভালো লাগলো

বিদায় বেলা
০৬-১২-২০১৮ ২১:২৯ মিঃ

অসাধারন

অনিমেষ বিশ্বাস
৩০-০৬-২০১৮ ২৩:১৫ মিঃ

ভালো লাগেনি।

হোসাইন মুহম্মদ কবির
০৭-০৫-২০১৮ ১২:৪১ মিঃ

প্রিয়ো কবির কবিতায় মুগ্ধতা রেখে যাই

১৯-১২-২০১৭ ০৮:৩২ মিঃ

মধুর কবিতা,,,

সুশান্ত সরকার
৩০-১০-২০১৭ ২১:০০ মিঃ

অনিন্দ সুন্দর করিয়া ফুটাইয়া তুলেছেন।

সুশান্ত সরকার
৩০-১০-২০১৭ ২০:৫৯ মিঃ

অনিন্দ সুন্দর করিয়া ফুটাইয়া তুলেছেন।

সুশান্ত সরকার
৩০-১০-২০১৭ ২০:৫৯ মিঃ

অনিন্দ সুন্দর করিয়া ফুটাইয়া তুলেছেন।

সুশান্ত সরকার
৩০-১০-২০১৭ ২০:৫১ মিঃ

অনিন্দ সুন্দর করিয়া ফুটাইয়া তুলেছেন।

মনিরুল ইসলাম ফারাবী
২৫-০৯-২০১৭ ১৭:১২ মিঃ

for more details visit অতীব সুন্দর লেখা