অচল প্রেমের পদ্য - ১১
- হেলাল হাফিজ---কবিতা একাত্তর
০৬-০৬-২০২৩

যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যুদস্ত হতে থাকে,
কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে
সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সঙ্কটের সময়।

হয় তো এখন আমি তেমনি এক নিয়ন্ত্রনহীন
নাজুক পরিস্থিতির মুখোমুখি,
নইলে এতদিন তোমাকে একটি চিঠিও লিখতে
     না পারার কষ্ট কি আমারই কম!

মনে হয় মরণের পাখা গজিয়েছে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
০৭-০৩-২০১৭ ২০:১২ মিঃ

এমন মহান কবি লক্ষ আসুক বাংলার বুকে।
সালাম কবিকে ।।লক্ষ সালাম