অচল প্রেমের পদ্য - ১২
- হেলাল হাফিজ---কবিতা একাত্তর
০৬-০৬-২০২৩

নখের নিচে রেখেছিলাম
    তোমার জন্য প্রেম,
কাটতে কাটতে সব খোয়ালাম
    বললে না তো, - ‘শ্যাম,
এই তো আমি  তোমার ভূমি
    ভালোবাসার খালা,
আঙুল ধরো লাঙ্গল চষো
    পরাও প্রণয় মালা’।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
০৭-০৩-২০১৭ ২০:১১ মিঃ

সুন্দর ও প্রেমের কবি ,,ভাব ধারার কবি।।।