আত্মকেন্দ্রিক স্বপ্ন
- নির্মলেন্দু গুণ---আনন্দ কুসুম
০৬-০৬-২০২৩

প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী
বাসনা ঢেউ,
তোমাকে পাবে না পরান ভরিয়া
আমি ছাড়া কেউ ।

তাই বুঝি এই ঘটনাটি কত
ধ্রুব, অবশ্য;
আমাকেও দ্রুত হতে হবে জানি
দৃঢ়, স্ববশ্য ।

আমি চলে যাব পার হয়ে নদী
থামব না মোটে,
দেখবে তোমার আকাশে তখন
কত তারা ফোটে-
হলুদ-সবুজ, কালো-লাল সব
প্রীতি-নমস্য ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।