কাজের লোক
- নবকৃষ্ণ ভট্টাচার্য---সংকলিত (নবকৃষ্ণ ভট্টাচার্য)
০৬-০৬-২০২৩

মৌমাছি, মৌমাছি 
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।

ওই ফুল ফোটে বনে
যাই মধু আহরণে
দাঁড়াবার সময় তো নাই।

ছোট পাখি, ছোট পাখি
কিচিমিচি ডাকি ডাকি
কোথা যাও বলে যাও শুনি।

এখন না কব কথা
আনিয়াছি তৃণলতা
আপনার বাসা আগে বুনি।

পিপীলিকা, পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।

শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

শাকিল আহমেদ জয়
২৪-০৬-২০১৯ ১০:৫৫ মিঃ

চমৎকার...!

মুহা. মোতালেব হোসেন
১৬-০৯-২০১৬ ১২:৫৬ মিঃ

এখানে কিছু বলার প্রয়োজন মনে করি না ।