এ লাশ আমরা রাখবো কোথায়
- হুমায়ুন আজাদ---সংকলিত (হুমায়ুন আজাদ)
০৬-০৬-২০২৩

এ লাশ আমরা রাখবো কোথায় ?

তেমন যোগ্য সমাধি কই ?
মৃত্তিকা বলো, পর্বত বলো
অথবা সুনীল-সাগর-জল-
সব কিছু ছেঁদো, তুচ্ছ শুধুই !
তাইতো রাখি না এ লাশ
আজ মাটিতে পাহাড়ে কিম্বা সাগরে,
হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২২-০৮-২০১৯ ১৭:১৯ মিঃ

হুমায়ূন আজাদ না এটা শামসুর রাহমানের কবিতা। ফেব্রুয়ারি ১৯৭০ সালে প্রকাশিত 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থে কবিতাটি ছাপা হয়।

অনুপম হক
২৭-০৯-২০১৫ ১৬:০৮ মিঃ

কেউ কেউ বলছে, এই কবিতাটি নাকি শামসুর রাহমানের।