ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত
- তসলিমা নাসরিন---সংকলিত (তসলিমা নাসরিন)
০৬-০৬-২০২৩

ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
এখনো কেমন যেন হৃদয় টাটায়-
প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুঁলে
পাথর শরীর বয়ে ঝরনার জল ঝরে।

এখনো কেমন যেন কল কল শব্দ শুনি
নির্জন বৈশাখে, মাঘ-চৈত্রে-
ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত, তবু
বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি।

প্রতারক পুরুষেরা একবার ডাকলেই
ভুলে যাই পেছনের সজল ভৈরবী
ভুলে যাই মেঘলা আকাশ, না-ফুরানো দীর্ঘ রাত।
একবার ডাকলেই
সব ভুলে পা বাড়াই নতুন ভুলের দিকে
একবার ভালোবাসলেই
সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা।

ভুল প্রেমে তিরিশ বছর গেল
সহস্র বছর যাবে আরো,
তবু বোধ হবে না নির্বোধ বালিকার।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 15টি মন্তব্য এসেছে।

নবরুপা খান
১১-০৭-২০১৯ ০২:০৪ মিঃ

দারুণ Bengali kobita

মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
২৭-০২-২০১৯ ০০:০৮ মিঃ

ছায়া মানবী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন



ছায়া মানবী তুমি।
কেন ভাবনাতে এসেছিলে?
কেন মায়া বাড়িয়ে দিলে?


মায়া বাড়িয়ে লাভ কি বল?
লাভ আছে কি তোমার?
দুংখ দিয়ে মনে।
স্বপ্ন দেখিয়ে কি সুখ নাও তুমি
কি সুখ খোঁজ স্বপ্নে এসে?



ছায়া মানবী
তোমাকে দেখার স্বাদ ছিল কি?
কল্পনাতে তবে কেন ?
বাস্তবতাতে তুমি কোথায়?



তুমি কি শুধুই স্বপ্ন?
নাকি ইথারের মত ছোয়া যায় না।
দৃষ্টির অগোচরে থাকো কি তুমি?
অনুভবে কল্পনাতে মিশে থাকো শুধু


কেন এই মিথ্যা খেলা ।
অবহেলার ছায়ামানবী ।

অদীক্ষিত অক্ষি
১১-১২-২০১৭ ০২:৪৪ মিঃ

বরাবরের মতো সুন্দর

অদীক্ষিত অক্ষি
০৬-১২-২০১৭ ১৭:৩০ মিঃ

বরাবরের মতো সুন্দর

অদীক্ষিত অক্ষি
০৬-১২-২০১৭ ১৫:২১ মিঃ

বরাবরের মতো সুন্দর

ওমায়ের আহমেদ শাওন
২৫-১১-২০১৭ ০৯:২১ মিঃ

hm...!

opuroy
২৮-০৭-২০১৭ ১৫:১৪ মিঃ

একদম বাস্তব

নাঈম জাহাঙ্গীর নয়ন
০৩-০৬-২০১৭ ১১:৫৩ মিঃ

ভালো লাগা রইল কবিতায়।

মোহাম্মাদ মাহতাপ ইসলাম
১৩-০১-২০১৭ ১৩:১৯ মিঃ

কবিতাটি অসাধারণ

মুহা. মোতালেব হোসেন
১১-০৯-২০১৬ ১৮:৩৫ মিঃ

শুধু বালিকারা ভুল করে না । পুরুষরাও ভুল করে । তবে তসলিমার এই ধরনের কবিতায় শুধু পুরুষকে দায়ী করা ঠিক হয়নি । শুধু ভুলের কথাই লিখলে চলতো

দীপঙ্কর সাধুখাঁ
২৬-০২-২০১৬ ০০:২২ মিঃ

অনবদ্য।

সৈয়দ শরীফ
১৮-০২-২০১৬ ০৮:৫৯ মিঃ

কবিতাটা আমাকে খুব স্পর্শ করেছে!
অনেক বার পড়েছি শুনেছি!

কাজী ফাহাদ
১০-০৪-২০১৫ ১১:৫৭ মিঃ

অসাধারণ লিখা।বালিকারা এভাবেই ভুল করে।

কাজী ফাহাদ
১০-০৪-২০১৫ ১১:৫৬ মিঃ

অসাধারণ লিখা।বালিকারা এভাবেই ভুল করে।

মুক্ত মন
০৭-০৩-২০১৪ ২১:১৭ মিঃ

প্রেম বুঝি এমনিই ভুল পথেই আসা-যাওয়া করে । কুহুকের মত ডাক শুনে আকুল হয় বোকা প্রেমিকের দল ... আর ফাঁকিটুকু ধরা পড়ার পরে আঙ্গুলের ডগায় তিরতির কাঁপে চলে যাওয়া সময়-এর নিঃশব্দ প্রহর ।