তুই কি আমার দুঃখ হবি?
- আনিসুল হক---সংকলিত (আনিসুল হক)
০৬-০৬-২০২৩

তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুড়ে রাখা
কেমন যেন বিষাদ হবি?

তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি?
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি?

তুই কি একা আমার হবি?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 8টি মন্তব্য এসেছে।

শিশির খান
২৭-১২-২০১৮ ২১:৫৩ মিঃ

দারুণ!

জহিরুল ইসলাম অর্নব
২৬-১১-২০১৬ ১৭:২৫ মিঃ

অসাধারণ কবিতা

সুকান্ত পাল
২৬-১১-২০১৬ ০০:৩৯ মিঃ

সুন্দর

এস.এম. আরিফ
২১-১১-২০১৬ ১৭:৫৫ মিঃ

এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
.
এইটুকু দারুন হইছে

এস.এম. আরিফ
২১-১১-২০১৬ ১৭:৫৪ মিঃ

অনেক ভাল লাগলো স্যার

মুহা. মোতালেব হোসেন
২১-০৯-২০১৬ ০৮:০৪ মিঃ

দুঃখ শুনলেই তো আতঙ্কে উঠি । তবুও তো আমাদের দুঃখের মাঝে বসবাস ।

সাইফুল ইসলাম মজুমদার
২৬-০২-২০১৫ ১৩:২৩ মিঃ

তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি?
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি?- nice

দ্বীপ সরকার
১১-০৯-২০১৪ ২১:২৬ মিঃ

সুন্দর লাগলো