ভালো থেকো
- হুমায়ুন আজাদ---সংকলিত (হুমায়ুন আজাদ)
০৬-০৬-২০২৩

ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।

ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাশিঁ।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

শাকিল আহমেদ জয়
২৬-০৭-২০১৯ ১৩:৪৩ মিঃ

Awsome

pijush kanti das
১১-০৫-২০১৭ ২২:২৪ মিঃ

কবিতাটি যতোবার পড়ি চোখের সামনে এক বাংলার নৈসর্গিক চিত্র ভেসে ওঠে ॥

লক্ষ্মণ ভাণ্ডারী
১০-০৫-২০১৭ ১৭:০৬ মিঃ

কবিতা শুধু কবির কবিতা নয়,
গ্রাম বাংলার জলছবি।

নীল কমল
০৭-০৪-২০১৫ ০৩:৫৮ মিঃ

আজাদ স্যারের কবরের ফলকে কবিতাটি লেখা আছে।
আমি তার রাড়িখালের বাড়িতে দাঁড়িয়ে সে এক অনন্য অনুভূতি নিয়ে ফিরেছিলাম