হারাধনের দশটি ছেলে
- যোগীন্দ্রনাথ সরকার---সংকলিত (যোগীন্দ্রনাথ সরকার)
০৬-০৬-২০২৩

হারাধনের দশটি ছেলে
          ঘোরে পাড়াময়,
একটি কোথা হারিয়ে গেল
          রইল বাকি নয়।

হারাধনের নয়টি ছেলে
          কাটতে গেল কাঠ,
একটি কেটে দু’খান হল
          রইল বাকি আট।

হারাধনের আটটি ছেলে
          বসলো খেতে ভাত,
একটির পেট ফেটে গেল
          রইল বাকি সাত।

হারাধনের সাতটি ছেলে
          গেল জলাশয়,
একটি সেথা ডুবে ম’ল
          রইল বাকি ছয়।

হারাধনের ছয়টি ছেলে
          চ’ড়তে গেল গাছ,
একটি ম’ল পিছলে পড়ে
          রইল বাকি পাঁচ।

হারাধনের পাঁচটি ছেলে
          গেল বনের ধার,
একটি গেল বাঘের পেটে
          রইল বাকি চার।

হারাধনের চারটি ছেলে
          নাচে ধিন ধিন,
একটি ম’ল আছাড় খেয়ে
          রইল বাকি তিন।

হারাধনের তিনটি ছেলে
          ধরতে গেল রুই,
একটি খেলো বোয়াল মাছে
          রইল বাকি দুই।

হারাধনের দুইটি ছেলে
          মারতে গেল ভেক,
একটি ম’ল সাপের বিষে
          রইল বাকি এক।

হারাধনের একটি ছেলে
          কাঁদে ভেউ ভেউ,
মনের দুঃখে বনে গেল
          রইল না আর কেউ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

নওয়াজিশ শিউল
২৫-০৮-২০২৩ ১৯:০৪ মিঃ

সময় অদ্ভুত এক বিচারক। ছোটো বেলায় এই ছড়া যখন পড়েছি তখন একরকম অনুভূতি হতো। এখন এই ছড়া পড়লে রহস্যময় অনুভূতি সৃষ্টি হয়। হারাধনকে মনে হয় অভিশপ্ত।

পরিমল বর্মণ | Parimal Barman
০৮-০৭-২০১৯ ১৬:৫২ মিঃ

apurbo, amar chele belar chora......

সৌরভ সৈকত
২৬-০৬-২০১৬ ০৯:৫৩ মিঃ

ছোট বেলায় অনেক পড়েছি

ফয়জুল মহী
২৬-০৮-২০১৫ ১৯:২৮ মিঃ

সুকূমার লেখা যেত পড়ি মন ভরে না.

আবু নাছের জুয়েল
২৭-১০-২০১৩ ০২:০০ মিঃ

চরম মজা পাইলাম৷