মনের মতন
- সুকুমার রায়---সংকলিত (সুকুমার রায়)
০৬-০৬-২০২৩

কান্না হাসির পোঁটলা বেঁধে, বর্ষভরা পুঁজি, 
বৃদ্ধ বছর উধাও হ'ল ভূতের মুলুক খুঁজি। 
নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ঐ দ্বারে, 
বল্‌ দেখি মন মনের মতন কি দিবি তুই তারে? 
আর কি দিব?- মুখের হাসি, ভরসাভরা প্রাণ, 
সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

হোসাইন মুহম্মদ কবির
০৩-০৫-২০১৮ ১৮:২২ মিঃ

মনো মুগ্ধকর লেখা

হোসাইন মুহম্মদ কবির
০৩-০৫-২০১৮ ১৮:২২ মিঃ

মনো মুগ্ধকর লেখা