সর্বহারা
- কাজী নজরুল ইসলাম---সর্বহারা
০৬-০৬-২০২৩

ব্যথার সাতার-পানি-ঘেরা
      চোরাবালির চর,
    ওরে পাগল! কে বেঁধেছিস
      সেই চরে তোর ঘর?
     শূন্যে তড়িৎ দেয় ইশারা,
     হাট তুলে দে সর্বহারা,
     মেঘ-জননীর অশ্র”ধারা
      ঝ’রছে মাথার’ পর,
    দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি
      দুলিয়ে তর”-কর।।

    কন্যারা তোর বন্যাধারায়
      কাঁদছে উতরোল,
    ডাক দিয়েছে তাদের আজি
      সাগর-মায়ের কোল।
    নায়ের মাঝি! নায়ের মাঝি!
    পাল তু’লে তুই দে রে আজি
    তুরঙ্গ ঐ তুফান-তাজী
      তরঙ্গে খায় দোল।
    নায়ের মাঝি! আর কেন ভাই?
      মায়ার নোঙর তোল্‌।
    
    ভাঙন-ভরা ভাঙনে তোর
      যায় রে বেলা যায়।
    মাঝি রে! দেখ্‌ কুরঙ্গী তোর
      কূলের পানে চায়।
     যায় চ’লে ঐ সাথের সাথী
     ঘনায় গহন শাঙন-রাতি
     মাদুর-ভরা কাঁদন পাতি’
      ঘুমুস্‌ নে আর, হায়!
     ঐ কাঁদনের বাঁধন ছেঁড়া
      এতই কি রে দায়?

    হীরা-মানিক চাসনি ক’ তুই,
      চাস্‌নি ত সাত ক্রোর,
    একটি ক্ষুদ্র মৃৎপাত্র-
      ভরা অভাব তোর,
     চাইলি রে ঘুম শ্রানি–হরা
     একটি ছিন্ন মাদুর-ভরা,
     একটি প্রদীপ-আলো-করা
      একটু-কুটীর-দোর।
    আস্‌ল মৃত্যু আস্‌ল জরা,
      আস্‌ল সিঁদেল-চোর।
    
    মাঝি রে তোর নাও ভাসিয়ে
      মাটির বুকে চল্‌!
    শক্তমাটির ঘায়ে হউক
      রক্ত পদতল।
     প্রলয়-পথিক চ’ল্‌বি ফিরি
     দ’লবি পাহাড়-কানন-গিরি!
     হাঁকছে বাদল, ঘিরি’ ঘিরি’
      নাচছে সিন্ধুজল।
    চল্‌ রে জলের যাত্রী এবার
      মাটির বুকে চল্‌ ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

ওয়াসিমুল বারী অন্তর
২০-১১-২০১৯ ১৯:১৩ মিঃ

এমন কবির আভির্ভাব কেবল মাত্র একবারই হয়

শাকিল আহমেদ জয়
২৪-০৬-২০১৯ ১১:৪০ মিঃ

দারুণ...!

মুহা. মোতালেব হোসেন
০৪-০৩-২০১৭ ২৩:৫৫ মিঃ

অসাধারণ