কারার ঐ লৌহ-কপাট
- কাজী নজরুল ইসলাম---ভাঙ্গার গান
০৬-০৬-২০২৩

কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
                   রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।

গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা
মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি!
সর্বনাশী
শিখায় এ হীন তথ্য কে রে!

ওরে ও পাগলা ভোলা!
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা
জোরসে ধরে হেচ্‌কা টানে!
মার হাঁক হায়দারী হাঁক,
কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক,
মৃত্যুকে ডাক জীবন পানে!

নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি?
দে রে দেখি
ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!
লাথি মার, ভাঙ্গরে তালা!
যত সব বন্দী শালায়-
আগুন-জ্বালা,
-জ্বালা, ফেল উপাড়ি।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 11টি মন্তব্য এসেছে।

সাদিয়া প্রাপ্তি
১৩-১০-২০১৯ ০৩:০৯ মিঃ

কাজী নজরুল ইসলাম
এর কবিতা যত পড়ি ততোই ভালো লাগে।

সেনাপতি আকাশ
২৬-০৬-২০১৯ ২০:০২ মিঃ

নমষ্কার জানাই, আজি কবি তোমায়,আমার মন হতে।

২২-০৬-২০১৯ ১৬:৪৯ মিঃ

https://dokkheenbangla.blogspot.com/?m=1

নাজমুল তালুকদার
১১-০৬-২০১৯ ১১:২৪ মিঃ

অসাধারণ

শাকিল আহমেদ জয়
১০-০৬-২০১৯ ১৮:০১ মিঃ

Fantastic!

মোহাঃ রানা আহমেদ
২৫-০৮-২০১৭ ১৬:০৬ মিঃ

wonderful

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
২৯-০১-২০১৭ ০০:৪৭ মিঃ

এমন কবি বার বার জন্ম হওক।।

ওমায়ের আহমেদ শাওন
০৩-০৪-২০১৬ ১১:৩৩ মিঃ

besttttttttt.

এন.এইস.তানিম
০৪-০১-২০১৬ ১৫:৪০ মিঃ

এমন একজন কবি আবারো প্রয়োজন

সুমন আখন্দ
২৫-০৩-২০১৫ ১৫:৩১ মিঃ

হাটে হাড়ি ভাঙো না আর

সাইফুল ইসলাম
২৪-০৩-২০১৫ ১৪:০৭ মিঃ

speakless