অনির্ণীত নারী
- হেলাল হাফিজ---যে জলে আগুন জ্বলে
০৫-০৬-২০২৩

নারী কি নদীর মতো
নারী কি পুতুল,
নারী কি নীড়ের নাম
টবে ভুল ফুল।

নারী কি বৃক্ষ কোনো
না কোমল শিলা,
নারী কি চৈত্রের চিতা
নিমীলিত নীলা।

১৫.৬.৮০

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

ওয়াহিদ
০৮-০৮-২০২৩ ২১:৫৫ মিঃ

পড়লাম।

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
০৭-০৩-২০১৭ ২০:৫০ মিঃ

এমন মহান কবি লক্ষ আসুক বাংলার বুকে।
সালাম কবিকে ।।লক্ষ সালাম
তুমি বেচে থাকো হাজার বছর,,
বেচে থাকো আমাদের মাঝে