চিরশিশু
- কাজী নজরুল ইসলাম---ছায়ানট
০৬-০৬-২০২৩

নাম-হারা তুই পথিক-শিশু এলি অচিন দেশ পারায়ে।
কোন্‌ নামের আজ প’রলি কাঁকনম বাঁধনহারায় কোন্‌ কারা এ।।
     আবার মনের মতন ক’রে
     কোন্‌ নামে বল ডাক্‌ব তোরে!
     পথ-ভোলা তুই এই সে ঘরে
          ছিলি ওরে এলি ওরে
          বারে বারে নাম হারায়ে।।

ওরে যাদু ওরে মাণিক, আঁধার ঘরের রতণ-মাণি!
ক্ষুধিত ঘর ভ’রলি এনে ছোট্ট হাতের একটু ননী।
    আজ যে শুধু নিবিড় সুখে
    কান্না-সায়র উথলে বুকে,
    নতুন নামে ডাকতে তোকে
         ওরে ও কে কন্ঠ র”খে’
         উঠছে কেন মন ভারায়ে!
অস্ত হ’তে এলে পথিক উদয় পানে পা বাড়ায়ে।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

এ কিউ এম নিজাম ঊদ্দিন
২৩-১১-২০১৪ ০৮:৪৫ মিঃ

""""""অতুলনীয়.............