যে কামনা নিয়ে
- জীবনানন্দ দাশ---ঝরা পালক
০৬-০৬-২০২৩

যে কামনা নিয়ে মধুমাছি ফেরে বুকে মোর সেই তৃষা!
খুঁজে মরি রূপ, ছায়াধূপ জুড়ি,
              রঙের মাঝারে হেরি রঙডুবি!
পরাগের ঠোঁটে পরিমল-গুঁড়ি,-
             হারায়ে ফেলি গো দিশা!
আমি প্রজাপতি-মিঠা মাঠে মাঠে সোঁদালে সর্ষেক্ষেতে;
-রোদের সফরে খুঁজি নাকো ঘর,
বাঁধি নাকো বাসা-কাঁপি থরথর।
             অতসী ছুঁড়ির ঠোঁটের উপর
             শুঁড়ির গেলাসে মেতে!

আমি দক্ষিণা-দুলালীর বীণা,পউষ-পরশ-হারা!
          ফুল-আঙিয়ার আমি ঘুমভাঙা!
          পিয়াল চুমিয়া পিলাই গো রাঙা
          পিয়ালার মধু,- তুলি রাতজাগা
                      হোরীর হা রা রা সাড়া!

আমি গো লালিমা,-গোধূলির সীমা,- বাতাসের ‘লাল’ ফুল।
          দুই নিমেষের তরে আমি জ্বালি
          নীল আকাশের গোলাপী দেয়ালি!
         আমি খুশরোজী,-আমি গো খেয়ালি,
                        চঞ্চল,- চুলবুল।

বুকে জ্বলে মোর বাসর দেউটি,-মধু-পরিণয়-রাতি!
         তুলিছে ধরণী বিধবা-নয়ন
        -মনের মাঝারে মদনমোহন
        মিলননদীর নিধুর কানন
                       রেখেছে রে মোর পাতি !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।