আবুলের কিপটেমি
- আমানত উল্লাহ সোহান

শুনো ভাই আবুলের কিপটেমি গল্প
কথাটা বেশি নয় মজা নয় সল্প
কম খাবে কম দাবে
রোগ শোকে দম যবে
তবু তার মুখে নেই ওষধের নাম
রোদ পুড়ে ছাতা নেই
দু পায়ে চটি নাই
লাখ টাকা ব্যাংকে তবু করে কাম .

শুনো ভাই আবুলের কিপটেমি গল্প
কথাটা বেশি নয় মজা নয় সল্প
হাত দিয়ে দাঁত ঘষে
হিসাবতো রোজ কষে
টাকা তার গেলো কই এই নিয়ে চিন্তা
লাখ টাকা কোটি হয়
তবু তার কিযে হয়
তবু তার মনখানি করেনাতো ধিন্ তা .
তাজমহল,কুমিল্লা .
২০,১০,১৪ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।