ভ্যালেন্টাইন“সন্দেশ কাব্য”
- আমানত উল্লাহ সোহান

১ । যদি বলো পার্কে চলো
গায়ে উঠে জ্বর ,
মনে মনে বলি সখী
মরবি কবে মর ।



২। নয় রুমিও নয় জুলিয়েট
কিংবা তাদের ঘুষ্টিরে,
ভালোবাসা সবার মনের
অন্য রকম পুষ্টিরে ।


৩। এক চাদরে নেও জড়িয়ে
সুখের পেখম মেলে,
ভালোবাসর যতো মধু
দাওনা আমায় ঢেলে ।


৪। আমি ঘুড়ি নীল আকাশে
তোমার হাতে নাটাই ,
প্রয়জনে কাছে টানো
প্রয়জনে ছাটাই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।