ভালোবাসা মূল্য কতো!
- আমানত উল্লাহ সোহান
তোমার বাড়ীর কুকুরটাকে খুব গোপনে লক্ষ্য করো
দেখবে তুমি,বঝবে তুমি --
এই অবোলার ভালোবাসার মুল্য কতো!
কি-ই বা দাও?
বাসতে গেলে তুমুল ভালো তবুও দাও মাংসখসা হাড্ডি গুলো
কিংবাতো সেই বাসি ফেনের আড়ৎ খানি।
তাওতো সে--
মজনু সাজে তোমার প্রেমে ।
জলপি ঢালের লেজ নাড়িয়ে শিকার করে তোমার
তরেই শান্তি আছে ।
আহা কুকুরটাকে লক্ষ্য করো! লক্ষ্য করো!
দেখবে তুমি, বঝবে তুমি--
এই অবোলার ভালোবাসার মূল্য কতো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।