ফার্স্ট বৈশাখ
- আমানত উল্লাহ সোহান

ফার্স্ট বৈশাখ আইছেরে ভাই
বাঙালীদের নাইতো ঘুম,
পান্তা ইলিশ আইটেমেতে
সব খানেতে লাগছে ধুম ॥

এক দিনের এই বাঙালীতে
বাঙালীদের ফুটছে খৈ,
মার্কা মারা বাঙালীরা
ক'দিন বাদে যায়রে কই ॥

বুকের মাঝে মুখের মাঝে
হরেক ছবির নাইরে শেষ,
দিনটি গেলে এসব কিছুর
থাকেনা তো বিন্দু লেশ ॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।