প্রেম জ্ঞাপন দিবস
- সৌম্যকান্তি চক্রবর্তী

আজকের এই প্রেম জ্ঞাপন দিবসে -
তোমাকে যদি বলি হেসে !
তোমায় ভালবাসি -
শুনবে তুমি অবাক হয়ে !
অবশেষে সবাক হয়ে
দেবে একটু হাসি !
তারপরেতে বলবে তুমি !
একই কথা বলছো প্রতিদিনই !
আজকেরটার কি বিশেষত্ব !
কিইবা সেটার গুরুত্ব !
আমি বলব শোনো তাহলে বলি -
ভালোবাসা বাড়ে প্রতিদিন যদি বলি !
আর বিশেষ দিনে ভালোবাসার কথা
হৃদয়ের পটে আঁকে প্রেমের লতাপাতা ;
যে কথা চির নবীন -
তা বলতে কি আর লাগে ;
কোনো বিশেষ দিন ?
তবু ও জগতের রেওয়াজ মেনে,
এনেছি আবার আমার হৃদয় -
তোমার প্রেমের টানে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-০৩-২০১৫ ১৭:৩৩ মিঃ

Bondhu ami o WestBengal ai thaki, Bankura te. Parle jogajog korben : +919609438083