পাঠাও নরকধাম
- সৌম্যকান্তি চক্রবর্তী
রানাঘাট হোক বা কামদুনি
এখনো অসহায় কত রমনী !
রক্তে ভিজেছে মেদিনী !
এর লজ্জা প্রচণ্ড..
ঝাঁঝরা করে মেরুদণ্ড !
নিষ্পাপ বালিকার হত্যা ,
ঘৃণায় ভরায় সত্ত্বা !
মহিলাদের অপমান -
জাতির ধ্বংসের সমান !
ধর্ষণের শাস্তি হল -
মৃত্যুদণ্ড দান !
মানুষরূপী পশুদের তাই
এই পরিণাম !
ফাঁসিকাঠে ঝোলাও ওদের
পাঠাও নরকধাম !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।