অপরাধী ফুল তোমার জন্য
- তানজির উদ্দিন

ফুলের এখন বড় অপরাধ
ও এখনো ঘুমায় তোমার কোলে
বড় ম্লান হয় এ দিনরাত
আর ম্রিয়মান আলোকে আলগোছে
কেশ তোমার উড়ছে দুলছে
উদ্দাম হাওয়ার সাথে পাল্লা দিচ্ছে ।
ম্রিয়মান শোক ফুলের আচড়ে
এবার তোমার আলপনার ভিড়ে
হারাতে হয় আপনাকে বারেবারে
হাসি খেলে চলে নিবেদনে তোমার কাছে
ফুল সেই অপরাধ বয়ে চলে এখনো এখনো


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।